ভারতের শক্তি সম্পদ, খনিজ সম্পদ ও শিল্প

Show Important Question


21) ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?
A) কর্ণাটকের শিবসমুদ্রম
B) দার্জিলিং-এর সিদ্রাপং
C) হিমাচলপ্রদেশের বয়রা শিউল
D) উত্তর প্রদেশের রিহান্দ

22) ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?
A) পশ্চিমবঙ্গের টেক্সম্যাকো
B) তামিলনাড়ুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী
C) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াকর্স
D) ব্যাঙ্গালোরের ভারত আর্থ মুভারস

23) রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
A) সোভিয়েতইউনিয়ন
B) ব্রিটেন
C) পশ্চিম জর্মানী
D) ফ্রান্স

24) ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?
A) আহমেদাবাদ
B) বিজয়ওয়াড়া
C) ঘুসুড়ি
D) হুগলী

25) ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?
A) তামিলনাড়ু নিয়েভেলী
B) কাশ্মীরের কালাকোট
C) আসামের নাজিয়া
D) অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেলী

26) ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
A) বোম্বে হাই
B) সৌরাষ্ট্র
C) আঙ্কলেশ্বর
D) নাহারকাটিয়া

27) ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ?
A) জল বিদ্যুৎ
B) তাপ বিদ্যুৎ
C) ডিজেল চালিত বিদ্যুৎ
D) পারমাণবিক বিদ্যুৎ

28) ‘ভারতের খনিজ ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয় ?
A) ছোটনাগপুর মালভূমি
B) মালব মালভূমি
C) রেওয়া মালভূমি
D) কোনটিই নয়

29) ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
A) পূর্বতন সোভিয়েত ইউনিয়ন
B) ব্রিটেন
C) জার্মানী
D) ফ্রান্স

30) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত
A) সার
B) লোকোমোটিভ
C) লোহা ও ইস্পাত
D) উপরের কোনটিই নয়

31) ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?
A) TISCO জামসেদপুর
B) IISCO কুলটি ও বার্নপুর
C) ভদ্রাবতী
D) কোনটিই নয়

32) ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?
A) তামিলনাড়ুর পেরাম্বুর
B) উত্তরপ্রদেশের বারাণসী
C) ঝাড়খণ্ডের জামসেদপুর
D) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন

33) হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত ?
A) বারাণসীতে
B) লুধিয়ানায়
C) বিশাখাপত্তনমে
D) ভূপালে

34) ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
A) টিটাগড়ে
B) শ্রীরামপুরে
C) ত্রিবেণীতে
D) বাঁশবেড়িয়ায়

35) অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে?
A) কোলকাতা
B) আসানসোল
C) মেদিনীপুর
D) হলদিয়া

36) Bauxite extracted in Madhya Pradesh is used for the production of / মধ্যপ্রদেশে উৎপন্ন 'বক্সাইট' ব্যবহৃত হয়
A) Bronze/ ব্রোঞ্জ উৎপাদনে
B) Aluminium/ অ্যালুমিনিয়াম উৎপাদনে
C) Copper/ তামা উৎপাদনে
D) Mica/ অভ্র উৎপাদনে

37) অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
A) বিহার
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাড়ু
D) গুজরাট

38) ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি?
A) মোরান
B) বম্বে হাই
C) ডিগবয়
D) আংক্লেশর

39) ভারতের কোন রাজ্যে স্পঞ্জ ইস্পাত কারখানা আছে--
A) ছত্রিশগড়
B) অন্ধপ্রদেশ
C) গোয়া
D) ঝাড়খন্ড

40) নুনমাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?
A) মেঘালয়
B) আসাম
C) অন্ধপ্রদেশ
D) হরিয়ানা